ব্রাহ্মণকুরিয়ায় জিলাপি নিয়ে করোনা নেগেটিভ বনাম পজেটিভ লোকদের মধ্যে সংঘর্ষ



পবিত্র জুম্মা নামাজ আদায় করার পর তবারক নিয়ে বেশ হৈচৈ শুনা যায়,
কারো ভাগে বেশি কারো ভাগে কম,
বেশি পাবার লোভে যারা খাদিমদারি করে শেষে অনেক সময় দেখা যায় তার ভাগেই নেই, এ নিয়ে কম বেশি হৈচৈ হয়েই থাকে!

ব্রাহ্মণকুরিয়া নিয়ে আর নতুন করে কিছু বলার নেই বা জানার নেই, তারা গত কয়েক মাসে বহুবার শিরোনামে এছেছেন বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে,

আজ শুক্রবার, জিলাপি বিতরণ চলাকালীন দুই ভাগে ভাগ করে দেওয়া হয়, করোনা নেগেটিভ এবং পজেটিভ,
দুই সারিতে দুই দলে সমান ভাগে জিলাপি বিতরণ করলেও পজেটিভ দল তাদের ভাগে কম হয়েছে বলে হৈচৈ শুরু করেন, এবং এ থেকে শুরু হয় হাতাহাতি সহ ঘুসাঘুসি,
একজন গুরুতর আহত হয়ে ঢাকা মহিলা মেডিকেল হসপিটালে ভর্তি হন!


প্রতিবেদক: তাহসান মাহমুদ

2 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন