করাত কাসেম সারাজীবন ড্যান্ডি বিক্রির পয়সা দিয়ে একমাত্র ছেলে মুতাহারকে শিক্ষিত করছেন। মুতাহারের ঘুমের মাঝে বিছানায় মুতে দেওয়া ছাড়া অন্য কোন বাজে অভ্যাস নেই বললেই চলে! এলাকায় পাবজি খেলোয়াড় হিসেবেও বেশ নাম ডাক তার। আজকাল মুতাহারের বিছানায় মুতার চাইতেও বড় সমস্যা হয়ে দাড়িয়েছে পাবজি নিয়ে ছেলের পাগলামী! "করাত কাসেম " বিজ্ঞলোক, ছেলের এহেন পাবজি নিয়ে পাগলামি যেন পরবর্তিতে তাকে প্রতিবন্ধী না বানিয়ে দেয়! তাই ছেলেকে বিয়ে করানোর সিদ্ধান্ত নেন তিনি।
কিন্তু গত তিনমাসে ৪২০ জন মেয়ে রিজেক্ট করেছে "করাত কাসেমের " ছেলেকে!! কারণ একটাই তার ছেলে পাবজি খেলোয়াড়!
এমতাবস্থায় "করাত কাসেম "তার ছেলের বিয়ের ঘটকালির দায়িত্ব দেন পরম বন্ধু এবং সিসির ফালতু সাংবাদিক জয়এনাল কে। জয়এনাল খুব বুদ্ধি করে লাগাও ফেরীঘাটের চুন্নু ভিক্ষুকের অন্ধ মেয়েকে বিয়ের প্রস্তাব দেন "করাত কাসেমের " ছেলের জন্য। তবে চুন্নু ভিক্ষুকের অন্ধ মেয়ে যখনই শুনলো পাত্র পাবজি খেলোয়াড়! ঠিক তখনই মানা করে দিল!
আর এ খবর শুনে রাগে, অভিমানে নিজের বিচি নিজেই কেটে "সিসি শোগারেল হাসপাতালে " ভর্তি হয়েছে "করাত কাসেমের " ছেলে! শেষ খবর পাওয়া পর্যন্ত তার হুশ ফেরেনি!
ঘটনাটি সম্পূর্ণরূপে অসত্যতার ভিত্তিতে আমার কাছে পাঠিয়েছেন, "সিসির সাংঘাতিক " জয়এনাল!
প্রতিবেদক :Sunjan bin bazlul
একটি মন্তব্য পোস্ট করুন