কারাগারে জায়নামাজ চেয়েছেন, নামাজ পড়ে দেশবাসীর জন্য দোয়া করবেন -সাবরিনা



সম্প্রতি বিশ্বব্যাপী মহামারী করোনা পরিস্থিতিতে বিনা পারিশ্রমে দুর্নাম কামিয়েছে ডা: সাবরিনা।
দেশের মানুষকে বিনামূল্যে গরম গরম আখের রস দিয়ে ঠান্ডা মৌসুমে করোনা প্রতিহত করতে সাহায্যে করে এসেছে সাবরিনা। নিজের উত্তাপ্ত ভূমিতে জায়গা দিয়ে গরম করে করোনো চিকিৎসা দিয়ে নিজেকে এক উদার মানুষ হিসেবে জাতির কাছে নিজে আত্মপ্রকাশ করেছে সাবরিনা। সম্প্রতি অন্যের দ্বায় নিজের কাধে নিয়ে জেলখানায় শাস্তিভোগ করছেন এই মহান নারী। মহান ব্যক্তিগণ পরিস্থিতি যায় হোক দেশ ও সমাজের মানুষের কল্যাণে ভূমিকা রাখলে ভুলে না। তাই তো জেল বন্দি অবস্থায়ও শেষ ইচ্ছে টুকু হিসেবে চেয়েছেন, জায়নামাজের পাঠি, কারাগারে বসেই দেশবাসী'র জন্য দুহাত তুলে দোয়া করবেন সাবরিনা!


প্রতিবেদক: আলঙ্গীর খান

4 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন