বাংলাদেশের প্রথম সারির কয়েকজন ইউটুবার এর মধ্যে সৌভিক একজন। বাংলাদেশে তার জনপ্রিয়তা প্যেন্থার, রাজা, হিরো, থেকে ও অনেক বেশি। প্রতিবছর ই ঈদের আগে জনপ্রিয় ইউটুবার দের ইন্টারভিউ নেন
সাংবাদিকেরা। কিন্তু এ বছর ঘটল এক বিস্ময়কর ঘটনা, লাইভ ইন্টারভিউ চলাকালীন সময়ে এক সাংবাদিক কে
মারার জন্যে রেগে তেড়ে এলেন ইউটুবার সৌভিক। কারন সাংবাদিক সৌভিক কে প্রশ্ন করেন যে,
" ঈদের তো আর মাত্র ২-১ দিন বাকি, তো সৌভিক আপনি কি গরু কিনেছেন "। কিছুক্ষন পর পরিস্তিতি আয়ত্তে আসলে সৌভিক কেঁদে কেঁদে উত্তর দেন, " আমি গরুর হাটে মাড় খেতেই পারি, তাতে সবাই আমাকে ঈদ এলেই মাড়া দিয়ে যাচ্ছে তাই বলে সাংবাদিক ও মাড়া দিবে?" বলে উঠে আসেন লাইভের মঞ্চ থেকে। ,, কিন্তু থেমে থাকে নি সিসির জানোয়ার রা, তারা রিসার্চ করে বের করেছে যে - ২০১৮ সালে ঈদের গরু কিনতে গিয়ে ""মারিয়া ননি"" নামক এক লাল গরুর পাছায় থাপ্পড় দেন সৌভিক। তাতে রেগে যান মারিয়া নামক গরুর মালিক, এবং সৌভিক কে গোবরের গর্তে ফেলে বাশ দিয়ে মারধর করেন গরুরহাট কল্যান সমিতির মানুষজন, তারপর পড়ে থাকা সৌভিকের গোবরের গর্ত থেকে অলৌকিক আওয়াজ আসে,
(আমি কি করছি ? আমি কি করছি ?)
সর্বশেষ যা জানা গেল, :--
এই ইন্টারভিউ এর পরে সৌভিক কে আর কোথাও দেখা যায়নি!
প্রতিবেদক: Nishad Hasan
একটি মন্তব্য পোস্ট করুন