মুন্সিগঞ্জে বন্যায় ভেসে গেলো নববধূ, জাল দিয়ে খুঁজছে স্বামী


বন্যার তীব্র স্রোতে কামারখাড়ায় কিছু ঘর বাড়ী সহ এক পরিবারের নববধূ ভেসে গেছে। এতে কামারখাড়ার আবুল মিয়ার বিশাল ভাবে ক্ষতির সম্মুখীন হয় এবং তার নববধুকে হারায়। জানা গেছে গত কাল রাত ঠিক ৩ টার দিকে অতিরিক্ত বৃষ্টির থেকে সৃষ্টি হওয়া এই বন্যার কবলে পড়ে এই পরিবার। 
স্থানীয় জয়নাল জানিয়েছেন, বানভাসি পরিবারের জন্য প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়েছে কিন্তু আবুল মিয়া তার ভেসে যাওয়া নববধূকে খুঁজে বের করতে তীব্র প্রতিবাদ জানায়। পরবর্তীতে সে নিজেই জাল নিয়ে তার স্ত্রীকে খুঁজতে নেমে পড়েন,
শেষ খবর পাওয়া পর্যন্ত সিসির সঙ্গেই থাকুন,


প্রতিবেদক: @Tariq Nazmul







Post a Comment

নবীনতর পূর্বতন