আমাদের চারপাশের যত পাখি, তার মধ্যে সবচেয়ে পরিচিত পাখিটা কাক, কাক নিয়ে নানান কথা প্রচলিত, বিশেষ করে ঢাকা শহরের কাক নিয়ে তো কথাবার্তার হিসেব নেই, রাস্তা দিয়ে হাঁটছেন হঠাৎ গাছের ঢালে বসে থেকে কাঁধে পটু করে দিবে,
মনে চাইবে উড়ে গিয়ে কাকটা ধরে কাউয়া বিরিয়ানি বানিয়ে খেয়ে ফেলি!
যাই হোক এবার আসি জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনার কাছে,
প্রায়ই তাকে দেখা যায় বাসার ছাদে কাক'দের খাওয়াতে, তিনি ভিডিও ধারণ করে তার ফেবু অ্যাকাউন্টে বা ইন্সটাগ্রামে আপলোড করে থাকেন,
এবং বারবারই একি ক্যাপশন ব্যাবহার করেন;
“যতদিন বেঁচে আছি কাক'দের দুধ ভাত খাওয়াতে চাই”
ডেস্ক রিপোর্ট: তাহসান মাহমুদ, সিসি টিভি!
একটি মন্তব্য পোস্ট করুন