দিনে তিনবেলা জয়এনালের আখের রস পান করতেন ডাঃ সাবরিনা!

আখের রস বাঙ্গালির এক ঐতিহ্যের নাম। আর সেটা যদি হয় জয়এনালের আখের রস তাহলে তো কোনো কথাই নেই। এবার এক চাঞ্চল্যকর তথ্য জানা গেল। প্রতারণার দায়ে গ্রেফতার হওয়া ডাক্তার সাবরিনা নাকি দৈনিক তিনবেলা আখের রস খেতেন। আরও জানা যায় সেটা নাকি জয়এনালের রস ছিলো। এই তথ্য ফাঁস হওয়ার পর থেকে জয়নাল ভক্তদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। একদল বলছেন এটা নাকি জয়এনালের চরম ব্যর্থতা। আরেকদল বলছেন এতে নাকি জয়এনালের মর্যাদা আরো বৃদ্ধি পেল। তবে এই ঘটনার সত্যতা মেলেনি।

Post a Comment

নবীনতর পূর্বতন