অনলাইন হাঁটে গাভীর বদলে ভুলবশতে বউয়ের ছবি দিয়ে দিলেন ফাহিম ব্যাপারী


বৈশ্বিক মহামারী কোভিড ১৯ এ জনজীবনের সাথে সাথে  ব্যবসায়ীক মন্দা হয়েছে পৃথিবী জুড়ে। এরই ধারাবাহিকতা বাংলাদেশের সকল ব্যবসায়ীদের মনে জেগেছে শংকা।
প্রান্তিক মৌসুমী গরুর ব্যাপারী ফাহিম চারটি গাভী লালন পালন করেছেন এবার "কুরবানীর হাটে " বিক্রি করবেন বলে। তবে করোনা কালে তিনি এবার গাভী গুলোকে সরকারের নতুন প্রকল্পিত অনলাইনের মাধ্যমে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন। সেই ধারাবাহিকতায় গতকাল তিনি গাভী গুলোর ছবি আপলোড করতে যান "অনলাইন গরু বাজারে। তাড়াহুড়া করে আপলোড দিতে গিয়ে ভূলঃবশত নিজের বউয়ের ছবি আপলোড দিয়ে দেন গরুর জায়গায়!  আর এতেই হাস্যরস শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় !
আমাদের অসভ্য সংবাদদাতা "করাত কাশেম " বিষয়টি সম্পূর্ণভাবে অসত্যতার ভিত্তিতে আমাদের কাছে সংবাদটি পাঠিয়েছেন।



প্রতিবেদক : sunjan bin bazlul

1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন