চাঁদ নিয়ে চিরকাল ধরেই মানুষের কত উপমা,ছন্দ উপন্যাস,কাব্য। কিন্তু এবার চাঁদ নিয়ে এক ভিন্ন সুর ধরলেন নোয়াখালীর সুমাইয়া (১৯) । তিনি নাকি গতরাতে চাঁদে জনপ্রিয় লেখিকা তাসলিমা নাসরিনের মুখ দেখতে পান। সাংবাদিক জয়নাল ঘটনা বিস্তারিত জানতে চাইলে সুমাইয়া বলেন, 'কাল রাতে আমার বয়ফ্রেন্ড সিদ্দিক (২৫) আমাকে চন্দ্রবিলাস করানোর জন্য দিঘির পাড়ের পোড়াবাড়ির পিছনের ঝোঁপে দেখা করার জন্য ডাকে। তারপর আমি আমি চিৎ হয়ে শুয়ে আকাশের দিকে তাকিয়ে চাঁদের সৌন্দর্য্য উপলব্ধি করছিলাম। হঠাৎ আমি চাঁদের দিকে তাকিয়ে দেখলাম সেখানে তাসলিমা নাসরিনের মুখ। দেখে সঙ্গে সঙ্গে আমি শিহরিত হয়ে গেলাম। বিশ্বাস করুন ওটা তাসলিমা নাসরিনের মুখ ছিলো। এই আপনার কালো মাইক ছুয়ে বলছি সত্যি'.. অবশ্য এই বিষয়ে সুমাইয়ার বয়ফ্রেন্ড সিদ্দিক বলেছেন ভিন্ন কথা। তিনি বলেন, " তীব্র উত্তেজনায় সুমাইয়া হ্যালোসিনেশনের শিকার হয়েছে। তাই ও আমার ভুলে ভেতরে ফেলার ঘটনাটাও লক্ষ্য করেনি"
প্রতিবেদক :- মোহাম্মদ সানি
একটি মন্তব্য পোস্ট করুন