ছেলেবেলায় বাজারের টাকা মেরে খায় নি, এমন ছেলে খুঁজে পাওয়া অসম্ভব!
ময়মনসিংহ জেলার, ফুলবাড়িয় উপজেলার,গফরগাঁও গ্রামে ছেলে কে বাজারে পাঠালে দুইশো টাকায় যাবতীয় বাজার করে বাড়িতে ফিরে তিনশো টাকার হিসাব দিলে বাবা জহির উদ্দিন তা যাচাই করতে দৌঁড়ে বাজারে চলে যান, বউয়ের দোয়া ষ্টোর থেকে সব কিছু দাম যাচাই করে জানতে পারেন এখানে মাত্র দুইশো টাকার বাজার করা হয়েছে, আর ছেলে বাড়িতে তিনশো টাকার হিসাব দিয়েছে,
রাগান্বিত হয়ে বাড়িতে ফিরে ছেলেকে চোরের ঘরের চোর বলে অনেক গালাগালি এবং মারধর করেন জহির চোর!
গালাগালির একটা সময় তাকে মৌখিক ভাবে বলতে শুনা যায় “তকে ত্যাজ্যপুত্র করে দিলাম"!
আইন অনুযায়ী এখন আর মৌখিক কথার কোনো মূল্য না থাকায় গ্রামে সালিশের মাধ্যমে এলাকা বাসী পিতা পুত্রের বাজার নিয়ে মনমালিন্য দূর করেন!
আজ বিকালে তাদের দু'জনকে গ্রামের মেঠোপথে কাঁধে হাত রেখে হাঁটতে দেখা যায়!
একটি মন্তব্য পোস্ট করুন