নবী করিম (সাঃ) কে নিয়ে বেফাঁস মন্তব্য অস্বীকার করলেন নোবেল -দাবী করলেন এডিটিং


বর্তমান সময়ের সব'চে আলোচিত একটা শব্দের নাম হচ্ছে 'নোবেলম্যান"। ২০১৮ সালে সর্বপ্রথম আলোচনায় আসেন নোবেল। ভারতের জি বাংলা চ্যানেলে 'সারেগামাপা" নামক একটি মিউজিক্যাল শো থেকে আলোচনায় আসেন তিনি। সেখানে তিনি প্রতিযোগী হিসেবে বাংলাদেশের কিংবদন্তি শিল্পীদের বিখ্যাত গানগুলির কভার করে দুই বাংলায় ব্যাপক খ্যাতি অর্জন করেন। এরপর ২০১৯ সালে কিছু অযৌক্তিক মন্তব্য করে আবারও সমালোচনার জন্ম দেন নোবেল। এরপর ২০২০ সালে এসে সব'চে বেশী সমালোচনার জন্ম দেন। তার একটি গানের প্রমোশনের নাম করে একের পর এক বেফাঁস মন্তব্য ও উন্মাদের মতো কর্মকাণ্ড করতে দেখা যায়। সর্বশেষ তিনি যে জঘন্য কাজটি করেছেন তা হলো আমাদের মহানবী হযরত মুহাম্মদ (সঃ) এর শানে বেয়াদবি ও অনুপযোগী মন্তব্য। গত ১১ ই জুন তার পেজের একটি পোস্টে এক ভক্ত তার বিবাহ সম্পর্কিত কোনো এক মন্তব্য করলে তার প্রত্যুত্তরে সে নিজেকে নবী করীম (সঃ) এর সাথে তুলনামূলক মন্তব্য করেন এবং নবী (সঃ) নাম অসম্মানের সাথে (সঃ) ব্যতীত বলেন। যা নবী করিম (সঃ) এর শানে চরম বেয়াদবি। তার উক্ত মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠে। সবাই এর সঠিক বিচার দাবি করলে তার পেজ থেকে স্ট্যাটাসের মাধ্যমে তিনি জানান নবী করিম (সাঃ) কে নিয়ে তার যেই মন্তব্য টি ফেইসবুকেে ঘুরে বেড়াচ্ছে সেটি সম্পুর্ণ এডিট!
এবং তিনি এডিট কারীর প্রশংসা করে বলেন 
"বাহ" কি সুন্দর এডিট!! 
        


Post a Comment

নবীনতর পূর্বতন