এ শহরে সকালে প্রেম দুপুরে বিয়ে রাতেই ডিভোর্স হয়,
হৃদয় এবং সামিয়ার প্রেম টা হয় অনলাইনে, পরিবার রাজি না থাকায় তারা পালিয়ে বিয়ে করেন,
তাদের বিয়ের কাজ সম্পুর্ণ হয় বন্ধু ফাহিম ও রাকিবের সার্বিক সহযোগিতায়,
বিয়ের দিনই কনে সামিয়ার প্রেমে পড়ে যান ফাহিম ও রাকিব,
বন্ধুর হবু বউ কে আর প্রপোজ করা যায় না
তাই মনের কথা মনেই রেখে দিয়ে ছিলেন দু'জন!
বেশ কিছু দিন হৃদয় এবং সামিয়ার সংসার ভালোই চলছিলো, হঠাৎ তারা দু'জন আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং ডিভোর্সের মাধ্যমে আলাদা হয়ে যায়,
এ খবর পেয়ে কুকুরের মতো দৌঁড়ে আসে ফাহিম ও রাকিব তারা দু'জনেই সামিয়াকে বিয়ের প্রস্তাব দিলে
সামিয়া কনফিউজড হয়ে পরেন কাকে বিয়ে করা যায়!
উপায় না পেয়ে সামিয়া তাদের দু'জন কেই যেকোনো এক জন বিয়ে করতে পারবে “কে করবে? তার সিদ্ধান্ত নিতে বলেন ;
ফাহিম ও রাকিব অনেক বিবেচনা করেন জানান তারা দু'জনেই বিয়ে করতে চায়
দুই বন্ধুর এক স্ত্রী হলেও সমস্যা নেই!
তারা বন্ধুত্বের মাধ্যমে মানবতা বাঁচিয়ে রাখতেই একজন কে বিয়ে করেন!
প্রতিবেদকঃ তাহসান মাহমুদ
একটি মন্তব্য পোস্ট করুন