বিশ্ব মা দিবস আজ। জন্মদাত্রী মা, যার কল্যাণে পৃথিবীতে আলোর মুখ দেখা হয় সন্তানের। সেই মায়ের স্মরণে প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্ব মা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। যদিও মাকে ভালোবাসা-শ্রদ্ধা জানানোর কোন দিনক্ষণ ঠিক করে হয় না- তবুও মাকে গভীর মমতায় স্মরণ করার দিন আজ।
প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী নিক জোনাস তার গর্ভধারী মা এবং বিয়ে করা বউকে সহ বিশ্ব সকল মাকে “মা দিবসের” শুভেচ্ছা জানিয়েছেন!
শুভেচ্ছা পেয়ে খুশিতে আত্মহারা হয়ে উঠেন প্রিয়াষ্কা চোপড়া৷!
একটি মন্তব্য পোস্ট করুন