পরকীয়া করে ধরা খেলো রাকিব, ঝাঁটা পেটা করে রাকিব কে ডিভোর্স দিলো স্ত্রী তাসলিমা





গত শনিবার ব্রাহ্মণকোরিয়া জেলার নাসিরনগর উপজেলার মন্ডল গ্রামের রাকিব মিয়া কে তার স্ত্রী তাসলিমা জাহানের অফিসিয়ালি ডিফোর্স এর কথা শুনে সিসির যৌণপ্রিয় সাংবাদিক বদরুজ্জামান আলম ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে ওনি স্ত্রী তাসলিমা জাহান এর কাছ থেকে জানতে পারেন, স্বামী রাকিব মিয়া শুক্রবার রাতে পাশের বাসার কাজের মেয়ে তানিয়ার সাথে একি রুমে আবদ্ধ হয়ে মেলামেশা করা অবস্থায় বাসার মালিক তৌকির হাসানের কাছে হাতেনাতে ধরে পড়ে। তখনি তৌকির হাসান বাসার মেয়ে ও রাকিবকে আটকিয়ে  রাকিবের স্ত্রীকে খবর দিয়ে বাসায় আনে। পরে ওনি সব কিছু বলার পর স্ত্রী তাসলিমা জাহান ঝাঁটা পেটা করে বাপের বাড়ি চলে যান এবং পরের দিন শনিবার সকালে স্বামী রাকিব মিয়ার বাড়িতে অফিসিয়ালি ডিফোর্স পেপার পাঠান।


Post a Comment

নবীনতর পূর্বতন