মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের লস এঞ্জেলেস শহরে অবস্থিত রক ব্যান্ড। তাদের প্রথম অ্যালবাম হাইব্রিড থিওরি র (২০০০) জন্য তারা নূমেটাল ধারার ব্যান্ডের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও সর্বাধিক ব্যবসা সফল ব্যান্ড হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। হাইব্রিড থিওরি সারা পৃথিবীতে প্রায় ১৯ মিলিয়ন কপি বিক্রি হয়েছে।
লিংকিং পার্ক ব্যান্ডের গায়ক চেস্টার চার্লস বেনিংটন আত্মহত্যা করার পর ব্যান্ড অচল হয়ে পড়লে এখনো সোজা হয়ে দাঁড়াতে পারে নি ব্যান্ডের সদস্যরা,
ঈদের দ্বিতীয় দিন মাহফুজুর রহমানের
(ঘুমাতে পারিনি সারারাত ধরে) গান টি মূহুর্তেই ছড়িয়ে পড়ে বিশ্বে, ছোট খাটো অনেক ব্যান্ড থেকেই কল আসতে থাকে মাহফুজের ফোনে, হঠাৎ লিংকিং পার্কের কল পান তিনি এবং তাকে লিংকিং পার্কে জয়েন্ট হতে আহবান জানান ব্যান্ড কর্তৃপক্ষ তিনি সময় নিয়েছেন
ভেবে জানাবেন বলে লিংকিং পার্ক কে আশা দিয়েছেন !
তো লিংকিং ভক্তরা তোমাদের প্রিয় মাহফুজুর কে পেলে খুশি হবে তো ? জানাও কমেন্ট করে!
আমি ইভা ভাবি কে পেলে আরও খুশি হব😍
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন