গেঞ্জি সেলাই করে কোটিপতি হলো বরিশালের রায়হান

আজ একজন সফল ব্যক্তির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিবো!
বরিশালের অধিকাংশ ছেলে বয়সে বড়দের প্রেমে, রায়হান ও তার চেয়ে তিন বছরের বড় মেয়ের প্রেমে পড়ে, মেয়েটি চালাক চতুর টাইপের, রায়হানের প্রপোজ একসেপ্ট করে তার থেকে বিভিন্ন সুবিধা নিতে থাকে!
এবং শেষে রায়হানের রস কস সহ টাকা পয়সাও সব চেটে খেয়ে ফেলে!

অর্থহীন রায়হান উপায় না পেয়ে সিসিতে যোগাযোগ করেন, সিসির সিনিয়র জানোয়ার ঠাপসান তাকে গেঞ্জি সেলাই করে টাকা ইনকাম করার পরামর্শ দেন!
কিন্তু সে দর্জি কাজে পারদর্শী ছিলো না বলে প্রথমে দ্বিধাবোধ করে,
পরে যখন জানতে পারে এটা মেয়েদের সেন্টু গেঞ্জি সে রাজি হলো!
মেশিন চালাতে না পেরে হাতেই সেলাই শুরু করেন রায়হান!
দুই মাসে পাঁচ লক্ষ টাকা ইনকাম করে ঠাপসান কে একটা উড়ন্ত চুমু দেয় রায়হান!
এবং কৃতজ্ঞতা স্বীকার করে ! 🖤



       

Post a Comment

নবীনতর পূর্বতন