পুতুল'কে মেয়ে ভেবে চুরি করে বাসায় এনে ধর্ষণ করার চেষ্টা -আটক ফাহিম



 চলমান পরিস্থিতিতে সীমিত আকারে মার্কেট খোলা হলে সিরাজগঞ্জের ফাহিম জাঙ্গিয়া কিনতে লালসালু সুপার মার্কেটে যায়। মার্কেটে ঢুকতেই সে দেখতে পাই একদল সুন্দরী রমনী রা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে।

ফাহিম বিভিন্ন উপায়ে এদের পটানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে এক সুন্দরীকে তুলে আনার চিন্তা করে। তুলে আনার জন্য সে সুন্দরী মেয়ে গুলোর চারপাশে ঘুরতে থাকে। তখন মার্কেটেও লোক ভীর কম ছিল। এই সুযোগ কাজে লাগিয়ে ঠিক সময় মতো সুযোগ বুঝে এক সুন্দরীকে কোলে নিয়ে ফাহিম দৌঁড়ে বাসায় চলে আসে। উত্তেজনার চরম পর্যায়ে থাকায় ফাহিম তখনও বুঝতে সক্ষম হয়নি এটি মেয়ে নয় পুতুল ছিল।

বাসায় এনে দরজা বন্ধ না করেই ধর্ষণে লিপ্ত হওয়ার সময় বড় ভাবী দেখে বাসার সবাইকে জড়ো করলে
বাসা থেকে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ! 

1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন