২২ বছরের শিশুকে বিয়ে করছেন নেইমারের মা -রোজার আগে ঈদ পালন করতাছে আর্জেন্টিনার ভক্তরা

নতুন প্রেমে জড়িয়েছেন পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারের মা নাদিন গন্সালভেস। ৫২ বছর বয়সী নাদিন সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে জানিয়ে দিয়েছেন, ২২ বছর বয়সী এক তরুণের সঙ্গে ডেটিংয়ে কথা।

নেইমারের মায়ের নতুন প্রেমিকের নাম থিয়াগো রামোস। বয়সে নেইমারের চেযে ৬ বছরের ছোট থিয়াগো এক সময় ফুটবলও খেলতেন। তবে বর্তমানে তিনি এখন ফ্রি ফায়ার দলের এক গেমার ও মডেল।

বয়সে ছোট হলেও পিএসজি তারকা নেইমার অনুমোদন দিয়েছেন তার মা নাদিন ও থিয়াগোর নতুন সম্পর্ককে।

নিজের ইন্সটাগ্রামে ২৮ বছর বয়সী সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড মায়ের নতুন সম্পর্ককে শুভকামনা জানিয়ে লেখেন, ‘সুখি হও মা, তোমাকে ভালোবাসি।’

Post a Comment

নবীনতর পূর্বতন