নেইমির মায়ের বিচ্ছেদে কান্না ভেঙ্গে পড়েছে আর্জেন্টিনা ভক্তরা -মিষ্টি বিতরণ করছে ব্রাজিলিয়ান ব্লাডরা





২৩ বছর বয়সী গেমার তিয়াগো রামোসের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ফুটবল তারকা নেইমারের ৫২ বছর বয়সী মা নাদিনে গনসালভেসের। ইন্টারনেট দুনিয়ায় রীতিমতো ঝড় তোলে এই খবর।

তবে দুই সপ্তাহও টিকল না তাদের এই অসম প্রেম। অতীতে কয়েকজন পুরুষের সঙ্গে রামোসের প্রেমের (সমকামিতা) সম্পর্ক ছিল, এটা জানার পর ব্রেক-আপ করেছেন নেইমারের মা।
বুধবারও (২২ এপ্রিল) নাদিনের বাড়িতে ছিলেন রামোস। এদিন নেইমারের মা ও বোনের সঙ্গে গেম খেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন গেমার রামোস। তবে, সম্পর্ক ছিন্ন হওয়ার পর নিজ বাড়িতেই ফিরে গেছেন এই গেমার।

এই খবর শুনে কান্নায় ভেঙ্গে পড়েছে আর্জেন্টিার ভক্তরা 
মিষ্টি বিতরণ করছে ব্রাজিলিয়ান ব্লাডরা...

     

Post a Comment

নবীনতর পূর্বতন